ঢাকা, শুক্রবার, ১৭ মে, ২০২৪

দেশবাসীকে টিকা নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির

প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা গ্রহণের পর নিবন্ধনের মাধ্যমে দেশবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রোববার (৭ ফেব্রুয়ারি) বিকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে টিকা গ্রহণের পর প্রধান বিচারপতি এ আহ্বান জানান।সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমার স্ত্রী ও আমি টিকা নিয়েছি। আমার এ পর্যন্ত কোনও অসুবিধা হয়নি। দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের আমিসহ সাত বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের ৪০ জন বিচারপতি টিকা নিয়েছেন। সুতরাং, আমি দেশবাসীকে বলবো, সবাই যেন তাড়াতাড়ি নিবন্ধন করেন এবং টিকা নেন। স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশে সবার আগে টিকা দেওয়া হয়েছে, এটা প্রধানমন্ত্রীর বিশাল কৃতিত্ব।’


রোববার বিকেলে স্ত্রীকে নিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এরপর ৩টা ১০ মিনিটে তারা টিকা নেন। এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি। তারা হলেন, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি রুহুল কুদ্দুস।


প্রসঙ্গত, রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদফতরে উপস্থিত হয়ে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।

ads

Our Facebook Page